বইঃ দু’আ কবুলের শর্ত ।


সংক্ষিপ্ত বর্ণনাঃ  ‘দু’আ ইবাদাতের মগজ।’ ইবাদাতের মধ্যে বক্তব্য জাতীয় যা আছে তাঁর অধিকাংশই দু’আ জাতীয়। সে দু’আ মহান আল্লাহ অথবা মহানবী (সা) কর্তৃক শিখানো। সুতরাং দু’আ কবুল হওয়াটাই স্বাভাবিক। তবুও দু’আ কবুলের কিছু শর্ত আছে। যা পাওয়া না গেলে দু’আ কবুলের আশা করা যায় না।মুহাম্মদ মুকাম্মাল হকের সংকলিত  “দু’আ কবুলের শর্ত” বইটিতে দু’আ কবুলের সে বিষয়গুলো প্রমাণ ভিত্তিক আলোচনা করা হয়েছে। সে ভিত্তিতে মহান আল্লাহ তাআলার কাছে দু’আ করা হলে সে দু’আ মহানবী (সা) ঘোষিত তিন অবস্থায় যে কোনো এক অবস্থায় কবুলের আশা করা যায়। যথা- ১. তাৎক্ষণিক দু’আ কবুল, ২। বালা-মুসিবত না আসা, ৩। কিয়ামতে প্রাপ্তি। বইটি পাঠান্তে পাঠক দু’আ কবুলের সঠিক পথ বলে আসা করা যায়।
বইটির উল্লেখযোগ্য আলোচিত বিষয়সমূহের অন্যতমঃ

  • তাওহীদ
  • শিরক
  • বিদআত
  • চার মাযহাব
  • ইমামদের ফতোয়া কি হাদিস বিরোধী হতে পারে?
  • আল্লাহর অবস্থান
  • কেন দু’আ কবুল হয়না।

  • ডাউনলোড করুন।