বইঃ হাদীসের পরিচয় ।


ইসলামের অন্যতম প্রধান উৎস হাদীস। কুরআনের ব্যাখ্যা। ইসলামী পরিভাষায় রাসূল (সা)-এর কথা, কাজের বিবরণ কিংবা কাজ, কাজের সমর্থন এবং অনুমোদন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, তাই হাদীস নামে অভিহিত। ব্যাপক অর্থে সাহাবীদের কাজ,কথা ও সমর্থন এবং তাবেয়ীদের কথা কাজ ও সমর্থনকেও হাদীস বলে। তবে শরিয়তে সাহাবাদের কথা, কাজকে ‘আসার’ এবং তাবেয়ীদের কথা, কাজকে বলা হয় ফতোয়া। হাদীস শাস্ত্রের বিভিন্ন পরিভাষা রয়েছে। এসব পরিভাষা হাদীস বুঝতে সহায়ক। হাদীসের পরিভাষায় বুঝার জন্য বাংলা ভাষায় সহজভাবে তেমন বই নেই। যে কয়েকটি বই রয়েছে তাও দুর্লভ। হাদীসের বিভিন্ন পরিভাষা ও এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে বুঝার জন্য এই বই “হাদীসের পরিচয়”। এটি রচনা করেছেন জিলহজ আলী। আর প্রকাশ করেছে সুহৃদ প্রকাশন।

বইটি ফ্রি ডাউনলোড করুন নিচের লিংক থেকেঃ

বইটির অন্যতম আলোচিত বিষয়গুলো হচ্ছে :

হাদীসের সংজ্ঞা
হাদীসের বিভিন্ন পরিভাষা
হাদীসের কিতাবের বিভাগ
হাদীসের স্তর, শেণীবিভাগ,
হাদীসের কুদসী এবং কুরআনের সার্থে পার্থক্য
হাদীস বর্ণনার পার্থক্যে কারণ
বিভিন্ন যুগে হাদীস সমালোচনা
সাহাবী ও তাবেয়ীগণের ভারতে আগমান
বাংলাদেশে ইলমে হাদীস চর্চ্চা
ইসলামী জীবন ব্যবস্থায় হাদীসের গুরুত্ব
হাদীসের অপরিহার্যতা
হাদীস সংরক্ষণ, সংগ্রহ ও গ্রন্থে লিপিবদ্ধকরণ
আশারায়ে মুবাশশারাহ
বদরে অংশগ্রহণকারী সাহাবীগণের তালিকা
কুতুবে সিত্তাহ (বইয়ে সিহাহ সিত্তাহ উল্লেখিত হয়েছে, এই পরিভাষা শুদ্ধ নয়) ও এর সংকলকগণ
বিভিন্ন হাদীস গ্রন্থে হাদীসের সংখ্যা
ভারত উপমহাদেশের মুহাদ্দিসগণ
প্রখ্যাত হাদীস সংকলকগণ সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী প্রভৃতি।

জাজাকাল্লাহ খাইরঃ http://www.waytojannah.com/introduction-to-hadith/
.
● বিঃ দ্রঃ আসসালামু আলাইকুম, উপরের পোস্টকৃত বইটি ভালো লাগলে নিজে পড়ুন এবং অন্যদের সাথে শেয়ার করুন এবং নিকটস্থ লাইব্রেরি থেকে আপনার কপিটি সংগ্রহ করে প্রকাশনা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন এবং সম্ভব হলে নিকটস্থ মসজিদে ১টি কপি দান করুন। এই বইটি মূলত তাদের জন্য যারা দেশের বাহিরে থাকেন এবং যাদের এই মুহূর্তে সামর্থ্য নেই বইটি কিনে পড়ার। যাদের সামর্থ্য আছে এবং দেশে অবস্থান করছেন আমরা তাদের অনুরোধ করবো আপনারা বইটির একটি কপি প্রকাশকদের নিকট হতে কিনে বাসায় সংরক্ষণ করবেন। এতে করে প্রকাশকরা আরও নতুন নতুন ভালো বই প্রকাশ করার উৎসাহ পাবেন। বেশি বেশি কোরআন ও সহীহ হাদীস পড়ুন জ্ঞান কে বৃদ্ধি করুন। নিজে জানুন অপরকে জানানোর ব্যাবস্থা করুন।
.
--------------------------------------------------------------------------------------
★ ★ বইটি পাওয়ার কিছু উল্লেখযোগ্য লাইব্রেরী ও প্রকাশনী ★ ★
.
✔ তাওহীদ প্রেস এন্ড পাবলিকেশন্স– ৯০, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা- ১১০০, ফোনঃ ০২৭১১২৭৬২, ০১১৯০৩৬৮২৭২, ০১৭১১৬৪৬৩৯৬, ০১৬১১৬৪৬৩৯৬
✔ তাওহীদ প্রেস এন্ড পাবলিকেশন্স, দোকান নং ৩২, ১ম তলা, চ-৭৮, হোসেন সুপার মার্কেট, উত্তর বাড্ডা, বীর উত্তম রফিকুল ইসলাম সরনী, ঢাকা-১২১৯; ফোনঃ ০১১৯৩২৮৬৭২৮
✔ হুসাইন আল মাদানী প্রকাশনী – ৩৮, হাজী আব্দুল্লাহ সরকার লেন বংশাল নতুন রাস্তা, ঢাকা-১০০০। ফোন : ৭১১৪২৩৮, ৯৫৬৩১৫৫
✔ পিস পাবলিকেশন্স – ৩৮/৩, কম্পিউটার মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০, মোবাইল: ০১৭১৫-৭৬৮২০৯
✔ জায়েদ লাইব্রেরী – ১১/১, ইসলামী টাওয়ার, ২য় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০, মোবাইল: ০১১৯৮-১৮০৬১৮, ০১১৯১১৯৬৩০০
✔ হাদীস একাডেমী, ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ফোন: ০২-৭১৬৫১৬৬, মোবাইল: ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮।
✔ আল্লামা আলবানী একাডেমী, ৬৯/১ পুরনো মোগলাটুলী, ঢাকা-১০০০ যোগাযোগ : ০১১৯৯-১৪৯৩৮০, ০১৯১১৩১১০৯১
✔ অন্বেষণ পাবলিকেশন – ৩২৭/১, হাওয়াই গলি, গোড়ান, খিলগাঁও, ঢাকা-১২০০, মোবাইল: ০১৮৩৪-৫৩৬৯৩৬, ০১৬৮৬-৩৬৫৬৫৩
✔ শেলটেক শাহীনা, বাড়ী নং- ৭৫, রোড- ১৩, সেক্টর- ১৩, উত্তরা, ঢাকা-১২৩০, মোবাইল: ০১৮৩৪-৫৩৬৯৩৬
✔ উরাইসীদ বই বিতান – উত্তর গেইট, ৩ নং বর্ধিত, বায়তুল মুকাররম মার্কেট, পল্টন, ঢাকা, মোবাইল: ০১৬৭১-৩৫৬৩৩৬
✔ আহলে হাদীস লাইব্রেরী, ঢাকা – ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০, মোবাইল: ০১৯১৫-৬০৪৫৯৮
✔ সালাফী পাবলিকেশন্স – ৪৫, কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, দোকান নং- ২০১ (২য় তলা), বাংলাবাজার, ঢাকা, মোবাইল: ০১৯১৩-৩৭৬৯২৭, ০১৬৮০-১০১৬১৪
✔ লাইফ স্কুল – রোড নং- ১৫, সেক্টর- ১৩, উত্তরা, ঢাকা।
✔ জহুরুল হক জায়েদ – ৫৯ সিক্কাটুলী লেন, ঢাকা।
✔ বাংলাদেশ জামাঈয়তে আহলে হাদীস কার্যালয় – ৪ নাজিরা বাজার লেন, মাজেদ সরদার রোড।
✔ মাসিক আত-তাহরীক কার্যালয় – নওদাপাড়া, সপুরা, রাজশাহী। মোবাইলঃ ০১৬৭৪৪৯২৪৩২
✔ বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ – ঢাকা জেলা কার্যালয়, ঢাকা। মোবাইলঃ ০১১৯০১১৮৫৩৪
✔ হাদীস ফাউন্ডেশন বাংলাদেশের বই পাওয়া যায়, চট্টগ্রামে। মোবাইল: 01739448339, 01735337976
✔ ওয়াহিদীয়া ইসলামীয়া লাইব্রেরী, রাণীবাজার (মসজিদ মার্কেটের সামনে) রাজশাহী। মোবাইল : ০১৭৩০৯৩৪৩২৫, ০১৯২২৫৮৯৬৪৫
✔ পৃথিবী বুক স্টল –(স্টেশন মেইন গেটের সামনে), স্টেশন রোড, দিনাজপুর।
✔ E.C.S লাইব্রোরি, আব্দুস সবুর চৌ: কুদরত উল্লাহ মার্কেট,বন্দর বাজার, সিলেট মহানগর। মোবাইল: ০১৯২০৭৩৭৭৩০
✔ হামিদিয়া লাইব্রেরী, রেলগেট, ছাতাপট্টি, বগুড়া ০১৭১১-২৩৫২৫৮
✔ সরোবর লাইব্রেরী, মডার্ণ মোড়, দিনাজপুর। ০১৭১৭-০১৭৬৪৫
✔ মোঃ আবু দাউদ, কক্সবাজার, মোবাইল: ০১১৯৯-৪৯৬৪৬৯
✔ ইসলামিয়া লাইব্রেরী, বোনার পাড়া, সাঘাটা, গাইবান্ধা। ০১৭২৫-৬৩৮৬০৮
✔ কাটাবন মসজিদ কমপ্লেক্সে এবং বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে। ঢাকা।
এছাড়া আপনার নিকটস্থ লাইব্রেরীতে খোঁজ করুন। আপনার কোন নিকটস্থ লাইব্রেরীর খোঁজ থাকলে আমাদের জানান আমরা পোস্টে অ্যাড করে দিবো ইনশাআল্লাহ।
.
--------------------------------------------------------------------------------------
...........★ ★ সাধারন পাঠকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ★ ★..........
--------------------------------------------------------------------------------------
.
● আপনি কি পবিত্র কুরআন ও নবী(সাঃ) এর সহীহ্ সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? ?
তাহলে...সুধুমাত্র বিশুদ্ধ আক্বীদাসম্পন্ন ও সহীহ সুন্নাহভিত্তক কিতাবগুলো পড়ে ইসলামের সহীহ জ্ঞান অর্জন করুন। সাবধান! বাজারের ৯০% কিতাব ই কিন্তু ভেজাল আর শির্ক-বিদাআতে ভরপুর, অতএব খুব সাবধান! দয়া করে যার-তার থেকে অন্ধভাবে ইসলাম শিখে দুনিয়া ও আখিরাতে প্রতারিত হবেন না! হে মুসলমান! আপনারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর বই কিনবেন হাজার হাজার টাকা দিয়ে আর দুনিয়া ও আখিরাতের একমাত্র সম্বল অর্জনের বই "নামাজ শিক্ষা" কিনবেন রাস্তা পাশে বসা ফেরিওয়ালার থেকে ১০টাকা দিয়ে!?? জান্নাত এত্ত সহজ!?? সাবধান! আল্লাহকে ভয় করুন, আখিরাতে মহান আল্লাহকে কি জবাব দিবেন? নিজেকে নিজে প্রশ্ন করুন, ইসলামকে জানর জন্য আপনি জীবনে কতটুকু চেষ্টা করেছেন, কয়টা কিতাব পড়েছেন? মহান আল্লাহ আপনাকে জ্ঞান-বুদ্ধি, বিবেক দিয়েছেন, সহীহ-ভেজাল নির্ণয়ে কতটুকু এর ব্যাবহার করেছেন? সাধারন পন্য কিনতে গিয়েতো আমরা ১০০বার পরীক্ষা করে তারপর কিনি তাহলে ধর্মের ব্যাপারে কেন আমরা এত উদাসীন? অতএব প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা খুব সাবধান! আল্লাহকে ভয় করুন, সুধুমাত্র বিশুদ্ধ আক্বীদাসম্পন্ন ও সহীহ সুন্নাহভিত্তক কিতাবগুলোই পড়ুন এবং ইসলামের সহীহ জ্ঞান অর্জন করুন।
.
★ বিশুদ্ধ আক্বীদাসম্পন্ন ও সহীহ সুন্নাহর প্রচারক কিছু পাবলিকেশন্সের নাম দেওয়া হলঃ
.
|● তাওহীদ পাবলিকেশন্স
|● হুসাইন আল মাদানী প্রকাশনী
|● আহলে হাদীস লাইব্রেরী
|● পীস পাবলিকেশন্স
|● হাদীস ফাউন্ডেশনের
|● দারুস সালাম পাবলিকেশন্স
|● আন নূর ইসলামীক লাইব্রেরী
|● আত্-তাওহীদ প্রকাশনী
|● জায়েদ লাইব্রেরী
|● আলবানী একাডেমী
|● আল-ফুরকান পাবলিকেশন্স
|● আলীমুদ্দীন একাডেমী
|● আতিফা পাবলিকেশন্স
|● আস-সুন্নাহ পাবলিকেশন্স
.
★ সাধারন পাঠকদের জন্য সহীহ কিতাব চেনার ১টি সহজ উপায়ঃ পৃথিবীতে যে কোন শব্দের গ্রহনযোগ্যতার প্রমান যেমন ডিকশনারী থাকতে হয়, ঠিক তেমন ইসলামারে যে কোন কথা, কাজ আদেশ অথবা আমলের গ্রহনযোগ্যতার প্রমানও থাকতে হবে কোরআন ও সহীহ হাদীসে। দোকানে গিয়ে যেকোন একটি কিতাব হাতে নিয়ে দেখুন, কিতাবে যে কথাটি অথবা যে আমলটি লিখা আছে সেইটি কি কোরআন বা সহীহ হাদীস থেকে নেওয়া হয়েছে? তার রেফারেন্স কি দেওয়া আছে? যদি কোরআন-হাদীসের রেফারেন্স দেওয়া থাকে তাহলে তা ভেজাল মুক্ত সহীহ, আর যদি কোরআন-হাদীসের কোন রেফারেন্স না দেওয়া থাকে তাহলে তো বুঝতেই পারছেন যে, ঐ টা হুজুরের পেটবানানো গাজাখরি গপ্প ছাড়া আর কিচুই নয়। অতএব হে পাঠক সাবধান! ভ্রান্ত আমল করে দুনিয়া এবং আখিরাতে প্রতারিত হবেন না। মহান আল্লাহ আমাদের সহায় হউন, আমীন!
--------------------------------------------------------------------------------------
আপনি কি আল-কুরআন ও সহীহ্ হাদিসের উপর জীবন গড়তে চান?
আপনি কি শির্ক-বিদাআত মুক্ত ইসলামের সহীহ জ্ঞান অর্জন করতে চান?
তাহলে প্রকৃত কুরআন-সুন্নাহর অনুসারী আলেমগনের লেকচার শুনুন....
এই নামগুলো এখনই ঝড়েরবেগে মুখস্ত করে রাখুন.....ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন।
.
✔ শাইখ মতিউর রহমান মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ আমানুল্লাহ বিন ইসমাঈল (হাফেজাহুল্লাহ)
✔ প্রফেসর কাজী মুহাম্মদ ইবরাহীম (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ কামালুদ্দীন জাফরী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ শহীদুল্লাহ খান মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ মুহাম্মদ ওয়ালিউল্লাহ্ (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ মুযাফ্ফর বিন মুহসিন (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ আব্দুর রাকীব বুখারী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ হারুন হোসেইন (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ মুহাম্মাদ আক্তার মাদানী (হাফেজাহুল্লাহ)
✔ শাইখ আব্দুর রহীম বাগেরহাটী (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মদ সাইফুল্লাহ্ (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মদ মানজুরে ইলাহী (হাফেজাহুল্লাহ)
✔ ড. মোসলেহ্ উদ্দীন (হাফেজাহুল্লাহ)
✔ ড. আসাদুল্লাহ আল গালিব (হাফেজাহুল্লাহ)
✔ ড. আ ব ম যাকারিয়া (হাফেজাহুল্লাহ)
✔ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (হাফেজাহুল্লাহ)
✔ ড. আবুল কালাম আজাদ (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মাদ মতিউল ইসলাম (হাফেজাহুল্লাহ)
✔ ড. আহমাদুল্লাহ ত্রিশালী (হাফেজাহুল্লাহ)
✔ ড. মুহাম্মদ লোকমান হোসেইন (হাফেজাহুল্লাহ)
.
★ এই সকল বিশ্ববিখ্যাত কুরআন-সুন্নাহর অনুসারী আলেমে-দ্বীনগন মানুষকে ডাকছে সুধু মাত্র আল-কুরআন ও রাসূল(সঃ) এর সহীহ সুন্নহর দিকে। তার ভন্ড মোল্লাদের মত পীর-ফকিরী আর কবর-মাজার পূজার দিকে ডাকে নাহ। তার শির্ক-বিদা'আতের বিরুদ্ধে এক-একজন এক-একটি খোলা তলোয়ার, আলহামদুলিল্লাহ! তাদের লেকাচারগুলো দয়াকরে খুব মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন তারপর সিদ্ধান্তনিন যে, আপনি কি কোরআন ও সহীহ্ হাদিসের উপর জীবন গড়তে চান? নাকি মাজহাবের নামে গোড়ামী আর অন্ধ অনুকরন-অনুসরণ করে এবং পীরবাবা-খাজাবাবাদের মুরিদ হয়ে শির্ক-বিদা'আতকারী রূপে চিরদিন অন্ধকারেই ডুবে থাকতে চান!? হে আমার দ্বীনি ভাই-বোনেরা, জীবন আপনার তাই সিদ্ধান্তও আপনাকেই নিতে হবে, আমরা সুধু আপনাদের দিক নির্দেশনা দিচ্ছি মাত্র! মহান আল্লাহপাক আমাদের সবাইকে সঠিক দ্বীন-ইসলামকে জানার, বুঝার ও সেই অনুযায়ী আমল করে শির্ক-বিদা'আতমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন...আমীন!