ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের এমন কোন দিক নেই যেখানে ইসলামের কোন দিক নির্দেশনা নেই। মানব জীবনের বৃহত্তর বিচরণ ক্ষেত্র ইসলামী আদর্শের বলয়ভুক্ত। রাষ্ট্রীয় প্রশাসন পদ্ধতিও এর বাহিরে নয়। ইসলামী রাষ্ট্রব্যবস্থাই একমাত্র রাষ্ট্রব্যবস্থা যার রচয়িতা ও নিয়ন্ত্রক খালিক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নির্ভুল বিধিমালার অনুসরনেই ইহকালীন ও পরকালীন সফলতা।
রাষ্ট্র প্রশাসন ব্যবস্থায় অনৈসলামিক ভাবধারার মূলোৎপাটন করে, কুসংস্কারাচ্ছন্ন মুসলিম উম্মাহকে তাওহীদের মূলমন্ত্রে উজ্জীবিত করতে কলম ধরেছিলেন মুজাহিদ ইমাম ইবনু তায়মিয়্যাহ রহ.।
তার রচিত “আস সিয়াসাতুস শারঈয়্যাহ” এর অনুবাদই হলো “শরীয়তী রাষ্ট্রব্যবস্থা”। ক্বুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্রব্যবস্থার মূলনীতিসমূহ অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে বইটিতে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
PDF 9.48 MB
Download Link
রাষ্ট্র প্রশাসন ব্যবস্থায় অনৈসলামিক ভাবধারার মূলোৎপাটন করে, কুসংস্কারাচ্ছন্ন মুসলিম উম্মাহকে তাওহীদের মূলমন্ত্রে উজ্জীবিত করতে কলম ধরেছিলেন মুজাহিদ ইমাম ইবনু তায়মিয়্যাহ রহ.।
তার রচিত “আস সিয়াসাতুস শারঈয়্যাহ” এর অনুবাদই হলো “শরীয়তী রাষ্ট্রব্যবস্থা”। ক্বুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্রব্যবস্থার মূলনীতিসমূহ অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে বইটিতে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
PDF 9.48 MB
Download Link