বইঃ তাবিঈদের জীবনকথা (১ম-৩য় খন্ড) ।


ঈমানী শক্তি, দ্বীনি আবেগ, নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষ ও জ্ঞান ও কর্মগত সেবার দিক দিয়ে ইসলামের রয়েছে তিনটি ধারাবাহিক সর্বোত্তম যুগ। আর তা হলো সাহাবা, তাবিঈন ও তাবে-তাবিঈনের যুগ। এ তিনি যুগে মুসলিম জাতি দ্বীন চর্চা, আধ্যাত্মিক উৎকর্ষ,পার্থিব সৌভাগ্য ও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌছে যায়। এর পরে যে উন্নতি ও উৎকর্ষ মুসলিমরা অর্জন করে তা ছিলো কেবল সভ্যতারুপী প্রাসাদের বাহ্যিক শোভা ও অলঙ্কার। এই তিনটি যুগে দ্বিতীয়গটি হলো তাবিঈন-দের যুগ। ইসলামী পরিভাষায়, তাবিঈ তাদের বলা হয় যারা রাসূল (সা)-এর মৃত্যুর পর জন্মগ্রহণ করে বা আগে থেকে জন্মগ্রহণ করেও রাসূলের সাহাবাগণের যুগে ঈমান আনয়ন করেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেন। তাদের জীবনের পরতে পরতে রয়েছে আমাদের জন্য উদ্দীপনা, আদর্শ ও অনুসরণের পাথেয়। অত্র বইটিতে লেখক তাবিঈগণের জীবনী সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
বই: তাবিঈদের জীবনকথা (১-৩)
লেখক: ড. মুহাম্মদ আব্দুল মাবুদ
প্রকাশনায়: বাংলাদেশ ইসলামিক সেন্টার
PDF: waytojannah.com